26 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল সাময়িক বন্ধ

মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল সাময়িক বন্ধ

চট্টগ্রামে আগামী মাসে মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল আগারগাঁও স্টেশনে এসে আটকে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে বলে মেট্রোরেল কর্মীদের মাইকিং করতে দেখা গেছে।

মেট্রোরেল বন্ধের বিষয়টি এক গণমাধ্যমকর্মী নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে চড়েন। ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থেমে যায়। পরে কর্মীদের মাইকিং করতে শোনা যায়।

মাইকিংয়ে তারা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করবে, মতিঝিল পর্যন্ত যাবে না।

মিরপুর ১১ স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনে একটি মেট্রো দাঁড়িয়ে আছে, সেটিতে ঘোষণা হচ্ছে- সামনের মেট্রোতে কারিগরি ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পরবর্তীতে মেট্রো থেকে যাত্রীদের নেমে যেতে অনুরোধ করা হয়।

তবে কখন আবার চালু হবে মেট্রোরেল সে সম্পর্কে কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ