18 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এক দশক পর ভোট দিচ্ছেন কাশ্মিরিরা

এক দশক পর ভোট দিচ্ছেন কাশ্মিরিরা

vote

বিশ্ব ডেস্ক: ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জম্মু-কাশ্মিরের বিধানসভা নির্বাচন শুরু হয়। নির্বাচনে ১৩টি প্রধান দল অংশ নিচ্ছে, যারা ৯০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মিরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন।

দীর্ঘ এক দশক পর রাজ্যের মুখ্য়মন্ত্রী নির্বাচনের জন্য সাতসকালেই ভোটের লাইনে দাঁড়ান শত শত মানুষ৷ সকাল ৭টা থেকে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে শুরু হয়েছে নির্বাচন।

প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মিরের চার জেলা-পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর তিন জেলা- ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৷

আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে। তিন দফার ভোটগ্রহণ শেষে ভোট আগামী ৮ অক্টোবর গণনা হবে।

প্রথম দফায় ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ২৩ লাখেরও বেশি ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার ভোট দেবেন মোট ২৩ লাখ ২৭ হাজার ৬৮০ জন ভোটার ৷ তাদের মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৪৬২ জন পুরুষ৷ আর নারী ভোটার ১১ লাখ ৫১ হাজার ৫৮ জন ৷ এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬০ জন।

নির্বাচনের মূল প্রতিযোগিতায় রয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স (এনসি)। পিডিপির নেতৃত্বে আছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং এনসির নেতৃত্বে আছেন ওমর আবদুল্লাহ। এনসি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও উপত্যকায় তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল।

২০১৪ সালের নির্বাচনে জম্মুতে বিজয়ী হয়ে পিডিপির সঙ্গে মিলে বিজেপি সরকার গঠন করেছিল। তবে ২০১৮ সালে মতানৈক্যের কারণে সেই জোট ভেঙে যায়। এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার রশিদ, যিনি পাঁচ বছর জেলে কাটানোর পর সন্ত্রাস মামলায় জামিনে মুক্ত হয়েছেন। রশিদ এবছর সাধারণ নির্বাচনে ওমর আবদুল্লাহকে হারিয়ে চমকপ্রদ জয়লাভ করেন।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা অবলুপ্তির কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ এরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায় উপত্যকা৷ তারপর এই প্রথম নির্বাচন জম্মু-কাশ্মিরে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ