19 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা:  অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরাস্থ এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার(১৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে কেবিনে নেয়া হয়েছে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সকালে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিনে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত আড়াইটায় শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। লিভার সমস্যার জন্য ফুসফুসে জমে যাওয়া পানি অপসারণ করার পরে খালেদা জিয়ার কিছুটা শ্বাসকষ্ট অনুভব হয়। শ্বাসকষ্ট বাড়তে পারে এমন আশঙ্কায় তাকে সিসিইউতে নেয়া হয়েছিল।

আগের খবর পড়ুন: 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

বিএনএ,জিএন/ হাসনাহেনা/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ