বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে শত শত মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় উত্তেজিত জনতার ছোঁড়া ইট-পাটকেলে ১০ পুলিশ আহত হয়। বিক্ষোভে অংশ নেয়ার অপরাধে পুলিশ অন্তত ২৩৫ জনকে আটক করেছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।
বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ নস্যাৎ করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় । এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ১০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে।
বিএনএ/ ওজি