21 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত মদপানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

অতিরিক্ত মদপানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

অতিরিক্ত মদপানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজার বেড়াতে গিয়ে অতিরিক্ত মদপানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে  রাফসানুল হক ইরফান (২৮) এবং রাত সোয়া দুইটার দিকে সাইমুন প্রিয়াম (২৫) নামে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়। তাদের দুজনের বাড়ি কোতোয়ালী থানার বাটালি রোড এলাকায়। তারা সম্পর্কে এলাকার চাচা-ভাতিজা ও বন্ধু।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠেন। শুক্রবার সকালে অতিরিক্ত মদপানে তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজারে রাফসানের মৃত্যু হয়। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত সোয়া ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়াম মারা যান।

হোটেল কর্তৃপক্ষের বলছে, তারা সকলে অতিরিক্ত মদপান করে। এতে তিনজন অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাফসানুল হকের মৃত্যু হয়। অপর দুই বন্ধু রায়হান ও সাইমুন প্রিয়মের অবস্থার অবনতি হলে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

হোটেলের রেজিস্ট্রারে দেওয়া ঠিকানা অনুযায়ী, ওই তিন বন্ধুর বাড়ি চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায়। অতিরিক্ত মদ্যপানে মারা যাওয়া দুই বন্ধু চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিস আহমেদ।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ