বিএনএ ডেস্ক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একজন গ্রাহক ব্যাংক থেকে দৈনিক ৩ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব ব্যাংকের এমডিকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন।
কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অঙ্কের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
প্রথমে গত ৮ আগস্ট, যেদিন অন্তর্বর্তী সরকার শপথ নেয় সেদিন এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারেননি গ্রাহকেরা। তখন বাংলাদেশ ব্যাংক এক দিনের জন্য এই নির্দেশনা দিয়েছিল। পরে গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের এমডিকে নির্দেশনা দেন, এক অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।
বিএনএনিউজ২৪/ এমএইচ