18 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বাড়ছে আরও চার ইউনিয়ন

কর্ণফুলীতে বাড়ছে আরও চার ইউনিয়ন


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : সংসদীয় আসন আনোয়ারা হলেও এক সময়ে কর্ণফুলীর উপজেলা ছিল পটিয়া।  সবশেষ ২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কর্ণফুলী উপজেলা। সর্বকনিষ্ঠ কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নকে ভেঙে এবার হচ্ছে ৮টি ইউনিয়ন পরিষদে। এমন সিদ্ধান্ত জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

গত ১৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়নকে ভেঙে ৮টি ইউনিয়ন গঠন করা হবে। ফলে এ উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ৯টি।

কর্ণফুলী উপজেলা
কর্ণফুলী উপজেলা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১১ (৫) (খ) মোতাবেক নতুন ইউনিয়ন গঠন এবং কোন ইউনিয়ন বা ওয়ার্ডকে একাধিক ইউনিয়ন বা ওয়ার্ডে বিভক্তকরণের এখতিয়ার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের বিধায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়ন ৪টি ভেঙে ৮টি ইউনিয়ন গঠনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  এটি বাংলাদেশের ৪৯০ নম্বর উপজেলা ছিল। এই উপজেলার মোট আয়তন ৫৫ দশমিক ৩৬ বর্গ কিলোমিটার (১৩ হাজার ৬৭৯ একর)।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ