15 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার-৯

রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার-৯

রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার-৯

বিএনএ ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন মাদক আইস (ক্রিস্টাল মেথ), বিপুল পরিমাণ ইয়াবাসহ নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। তাদের কাছ থেকে আধা কেজি আইস ও ৬৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ব্যক্তিরা হলেন আব্বাসউদ্দিন, নাছিরউদ্দিন,নাজিমউদ্দিন, মো. হোসেন, সঞ্জিত দাস, শিউলি আক্তার, কোহিনূর বেগম, মৌসুমী আক্তার ও রাশিদা বেগম। এদের মধ্যে ক্রেতা ও বহনকারী রয়েছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সে সময় ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম। তাদের কাছ থেকে আইস ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে আসা আইস কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম হয়ে কুমিল্লায় আনা হয়। সেখান থেকে প্রাইভেটকারে করে তা ঢাকায় নিয়ে আসে বহনকারীরা। আইস শক্তিশালী মাদক। এটি সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে। বিত্তবান ও তাদের সন্তানেরা দামি মাদক আইস সেবন করে বলে জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন,  ইয়াবা ও আইস অবিচ্ছেদ অংশ। যারা ইয়াবার কারবার করে, তারাই আইসের কারবারে জড়িত। গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাসহ পুরো চক্রকে শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনকারী ডিবির উপকমিশনার মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। এখন কক্সবাজার ও চট্টগ্রামে মাদক চক্র শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার পর সরবরাহকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এক গ্রাম আইস দিয়ে কয়েক শ ইয়াবা বড়ি তৈরি করা সম্ভব বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ