বিএনএ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানির মুনাফা বেড়েছে ১৭২ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৭৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.২৯ টাকা বা ১৭২ শতাংশ।
শুধু চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৩ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৮৪ টাকা বা ৪৪২ শতাংশ।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৮৫ টাকা।
বিএনএ নিউজ/এইচ.এম।