বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সবুজের মাঝে পদ্ম শাপলার চাষ। নগরের সাগরিকা জহুর আহম্মদ ষ্টেডিয়াম এর পিছনে রেললাইন দিয়ে হেটে যেতে হয় শাপলা বিলে মঙ্গলবার ভোর সকালে দেখা মিলে পদ্ধ শাপলার জলাশয়। চারিপাশলাল হয়ে ফুটে আছে শাপলা দুর থেকে মনে হয় যেন সবুজের মাঝ লাল গালিচা।
একবুক পানিতে নেমে শাপলা তুলেছিলেন শাপলা চাষী সিরাজ।
৫৫ দীর্ঘ পাচ শতক জায়গার মাঝে শুধু শাপলা নয় রয়েছে ঝিঙ্গা, করলা, শশা, শিম, মিষ্টি কুমড়া সহ নানা জাতের সবজি চাষ হয়। সিরাজ বলেন ১৪ বছব ধরে শাপলা চাষ করছি লাভবান হচ্ছি। তবে সরকারের কৃষি তহবিল থেকে লোন পেলে উপকৃত হতাম। প্রতি আটিতে ১৫ টি করে শাপলা থাকে পাইকারি হিসেবে বিক্রি করি একটা শাপলা দুই টাকা করে। করোনাকালীন সময়ে ব্যবসায় ধস নেমেছে অনেক কষ্টের মাঝে পরিবার নিয়ে কষ্টে আছি। শাপলার প্রতি আমার ভালোবাসার কমতি নেই। আমি চেষ্টা করি চাষ করে চট্টগ্রামের বাজারের চাহিদা মেটাতে আমার মত চাষীরা এগিয়ে আসলে শাপলার চাহিদা আরও বাড়বে। পাশাপাশি ধানের চাষও করি বর্ষা মৌসুমে কষ্ট হলেও থেমে নেই আমার কাজ। প্রতিবছর ভালো ফলন হয়। প্রতিবছর জমির মালিককে ষাট হাজার টাকা। ছবিঃ বিএনএ
বিএনএনিউজ/এইচ.এম।