বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আও ১১ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫০ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ হাজার ৮৫৪ জনে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, যাদের করোনা শনাক্ত হয়েছে এরমধ্যে মহানগরের ২২৬ ও উপজেলার ১১২ জন। এদিন করোনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৮ জনের।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৮ জন ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ছয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ জন, অ্যান্টিজেন টেস্টে ২৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
বিএনএনিউজ/এইচ.এম।