27 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাক চাপায় নিহতের ঘটনায় মামলা

ময়মনসিংহে ট্রাক চাপায় নিহতের ঘটনায় মামলা


বিএনএ, ময়মনসিংহ :  ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় এক পরিবারের তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এদিকে, নিহতের বাবাকে দুর্ঘটনার বিষয়টি মিমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছেন ট্রাক মালিক।

রোববার(১৭ জুলাই) রাতে নিহতের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন। ত্রিশাল থানার উপ-পরিদর্শক সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, ট্রাকে দেয়া নাম্বারে আমার ভাতিজা শিপন কল দেয়। পরে ট্রাক মালিক মামলা না করে আপোস করার প্রস্তাব দেন। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও সে আসেনি। পরে আমি থানায় মামলা করেছি। কারণ, যে ক্ষতি আমার হয়েছে। এমনিতেই তো তাদের ছাড় দেয়া যায় না। তবে, ট্রাক মালিকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ট্রাক মালিকের নাম মো. মঞ্জুর রহমান। সে রাজশাহী বাঘা থানার মৃত মোনতাজ আলীর ছেলে। তিনি বলেন, ওরা প্রথমে আমার নাম্বারে ফোন করে। পরে আমি তাদের মিমাংসার প্রস্তাব দেই। কিন্তু অসুস্থতার জন্য আমি যেতে পারিনি। মীমাংসা বলতে মানুষ তো আর ফিরিয়ে দেয়া যাবে না। তিনটা সন্তান আছে, তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেয়া। আর যদি মামলা করে সব খাবে অন্য মানুষ। তারা তো কিছুই পাবে না। তাই, মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছিল।

এর আগে শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার অস্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০), মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্টাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, স্ত্রী, রত্না বেগম মারা যায় এবং মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়। এসময় ট্রাক চাপায় রত্না বেগমের পেট ফেটে কন্যা শিশুর জন্ম হয়। পরে আহত সানজিদা ও নবজাতককে নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

তবে, অতিরিক্ত যানজটের কারণে নবজাতককে চুরখাই কমিনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মহনগরীর চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করেন। নবজাতক শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ শালীন পোশাক পরিধানে পেরুর পার্লামেন্টে নতুন নির্দেশনা চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত