বিএনএ বিশ্বডেস্ক : টিকার দুই ডোজ সম্পন্ন করার পরও যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন যে, পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তিনি আইসোলেশনে থাকবেন এবং বাসায় থেকেই অফিসিয়াল কাজ করবেন
তবে, তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাজিদ জাভিদ করোনা টিকার দুই ডোজই সম্পন্ন করেছেন।
জানা গেছে, গত শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেন সাজিদ জাভিদ। তবে, প্রধানমন্ত্রী আইসোলেশনে থাকবেন কিনা এটা এখনো নিশ্চিত না।
যুক্তরাজ্যে পরপর দুইদিন করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। আগামীকাল (সোমবার) যুক্তরাজ্যে করোনার সব বিধি আনুষ্ঠানিকভাবে তুলে দেয়ার কথা। অর্থাৎ, বাধ্যতামূলকভাবে আর নিয়ম মানতে হবে না। করোনা থেকে রক্ষার জন্য নিজের ইচ্ছাতেই সতর্ক থাকতে হবে।
বিএনএ/ওজি