22 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টিকা নিয়েও করোনা আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

টিকা নিয়েও করোনা আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

সাজিদ জাভিদ

বিএনএ বিশ্বডেস্ক : টিকার দুই ডোজ সম্পন্ন করার পরও যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন যে, পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তিনি আইসোলেশনে থাকবেন এবং বাসায় থেকেই অফিসিয়াল কাজ করবেন
তবে, তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাজিদ জাভিদ করোনা টিকার দুই ডোজই সম্পন্ন করেছেন।

জানা গেছে, গত শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেন সাজিদ জাভিদ। তবে, প্রধানমন্ত্রী আইসোলেশনে থাকবেন কিনা এটা এখনো নিশ্চিত না।

যুক্তরাজ্যে পরপর দুইদিন করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। আগামীকাল (সোমবার) যুক্তরাজ্যে করোনার সব বিধি আনুষ্ঠানিকভাবে তুলে দেয়ার কথা। অর্থাৎ, বাধ্যতামূলকভাবে আর নিয়ম মানতে হবে না। করোনা থেকে রক্ষার জন্য নিজের ইচ্ছাতেই সতর্ক থাকতে হবে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর