বিএনএ ডেস্ক : মাত্র দশদিন আগেই করোনায় মারা গেলেন স্ত্রী মনোয়ারা বেগম। করোনা আক্রান্ত হয়ে স্ত্রীর পথ ধরে চলে গেলেন সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ (৯৫)। শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
তিনি কুষ্টিয়া-১ আসনের (দৌলততপুর) সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দশদিন আগেই করোনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী মনোয়ারা বেগম।
আফাজ উদ্দিন আহমেদের ছেলে ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের বরাত দিয়ে তার পিএস রাজু আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলে ২২ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদও একই সাথে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিএনএ/ওজি