20.7 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দেশে এলো সিনোফার্মের ১০ লাখ টিকা

দেশে এলো সিনোফার্মের ১০ লাখ টিকা

সিনোফার্ম

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে টিকা দেওয়ার জন্য উৎপাদনকারী দেশগুলো থেকে টিকা কিনছে সরকার। বাংলাদেশ চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতিমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

চীনের তৈরি সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশের একটি কার্গো ফ্লাইটে করে এসব টিকা দেশে পৌঁছায়। শনিবার রাত সাড়ে ১১টার পর টিকা নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে টিকার প্রথম চালান নিয়ে বিমানের ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজ থেকে এ খবর জানিয়েছেন।

তিনি আরও জানান, আরও ১০ লাখ ডোজ টিকা দেশে আসার পথে রয়েছে। রাত তিনটার দিকে আরেকটি ফ্লাইটে সিনোফার্মের সেই টিকা দেশে আসার কথা রয়েছে।

এর আগে, চীন থেকে আজ রাতে সিনোফার্ম থেকে কেনা টিকার ২০ লাখ ডোজ আসবে বলে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ