29 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ব্যাংকের ঋণ থাকায় কোরবানি দেননি নায়লা নাঈম

ব্যাংকের ঋণ থাকায় কোরবানি দেননি নায়লা নাঈম

naila nayeem

বিনোদন ডেস্ক: এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। বর্তমানে নাকি দেড় কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে তার। বিষয়টি জানা গেল সামাজিকমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস থেকে।

মূলত প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ঘটে যাওয়া আলাপচারিতাও সেই স্ট্যাটাসে উল্লেখ করেছেন এই সুন্দরী। রোববার (১৬ জুন) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করেন তিনি।

নায়লা লেখেন, পাশের বাসার আঙ্কেল পান চিবাতে চিবাতে লাল দাঁত বের করে জিজ্ঞাসা করলেন ‘মা গরু কিনছ?’ আমি হালকা হাসি মুখে বললাম, ‘না আঙ্কেল কিনি নাই। ’ আংকেলের পাল্টা প্রশ্ন, ‘কী বলো তোমরা এত বড়লোক মানুষ গরু কিনো নাই?’ আমি একই টোনে আঙ্কেলকে উত্তর দিলাম, ‘আঙ্কেল বাংলাদেশের একটা নামি ব্যাংক থেকে আমার নামে দেড় কোটি টাকা লোন নেওয়া। ঋণগ্রস্ত অবস্থায় আমি যেমন অডি গাড়িও কিনি নাই আঙ্কেল… তেমনি আমার জন্য কোরবানি ও মনে হয় জায়েজ না!’ চোখ কুচকে আচ্ছা আচ্ছা বলতে বলতে আঙ্কেল প্রস্থান করছিলেন!

তিনি আরও লেখেন, বিরক্ত হলাম নামাজের মতো ফরজ কাজের সময় আমি প্রায়ই দেখেছি তাকে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বিড়ি সিগারেট খাইতে। সে আসছে আমার কোরবানির খোঁজ নিতে!

শো অফ করতে চান না জানিয়ে এই মডেল-অভিনেত্রী লেখেন, ঋণগ্রস্ত অবস্থায় শো অফের কোরবানি আমার দরকার নাই। যতটুকু পারব ফরজ কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করব। আপনার জন্য যদি কোরবানি জায়েজ হয় আপনি কোরবানি দিন। আমি কারও ধর্মানুভূতিতে আঘাত দিচ্ছি না।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ