22 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে বন্যায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

সিলেটে বন্যায় বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, সিলেট : সিলেটে বন্যার মধ্যে পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা টিটু চৌধুরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে নগরীর রায়নগর দর্জিবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানোর তিন ঘন্টার মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন তিনি।

জানা গেছে, টিটুর বাসায় বন্যার পানি ঢুকে পড়ে। একপর্যায়ে সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

টিটু চৌধুরী ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি জানান, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার জানান, নিহতের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তাকে সিলেট শহরতলীর মালনীছড়ায় দাহ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ