15 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » নদীতে সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নদীতে সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নদীতে সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ :  ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাইম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জালপাজা গ্রামে খিরু নদীতে এই ঘটনা ঘটে।

নিহত আবু নাইম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে জালপাজা সরকারী উচ্চবিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

জালপাজা সরকারী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জালপাজা গ্রাম ভালুকা ও গাজীপুরের শ্রীপুরের জাহাঙ্গীরপুর গ্রামের সিমান্তবর্তী এলাকা অবস্থিত। আবু নাইম এই বছর জালপাজা সরকারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। ঘটনার দিন সকাল সাড়ে ১১ টার দিকে আবু নাইম তার তিন চারজন বন্ধুকে নিয়ে জালপাজা গ্রামের খিরু নদীতে সাঁতার কাটতে নামে। এর ঘন্টাখানেক পরে তার বন্ধুরা উঠে আসলেও আবু নাইম নিঁখোজ ছিল। পরে স্থানীয়রা ঘন্টাখানেক খোঁজাখুঁজি করে নাইমকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় আবু নাইমের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার স্বজনরা আবু নাইমের মরদেহ নিজের বাড়িতে নিয়ে যায়।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শুনেছি এক এসএসসি পরীক্ষার্থী খিরু নদীতে সাঁতার কাটতে নদীতে নেমে মারা গেছে। তবে, পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এই বিষয়ে কিছু জানায়নি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম