29 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home »  ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক শেখ হাসিনা-পার্বত্য প্রতিমন্ত্রী

 ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক শেখ হাসিনা-পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে একটি স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তিনি চান বাংলাদেশের সকল জাতি, গোষ্ঠী ও সম্প্রদায় এক ছাতার নিচে বসবাস করুক।

প্রতিমন্ত্রী ১৭ মে) খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলিখেলা উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে স্কুল ও কলেজমুখী হয়, সেজন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ তৈরি করে দিয়েছে। ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা, মার্শাল আর্ট, বলিখেলা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন শরীর চর্চা করে তাদের শরীর ও মনকে সুস্থ রাখছে। আর এর সবকিছুই সম্ভব হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।

কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বলি খেলা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ খেলায় বিজয়ী হতে হলে একজন খেলোয়াড়ের শরীরের শক্তি ও কৌশলের প্রয়োজন হয়। এছাড়া, জনপ্রিয় এ খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষ ভীড় করে।

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বলিখেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩৬ জন খেলোয়াড় এ খেলায় অংশগ্রহণ করেন এবং ৩ জন খেলোয়াড় যৌথভাবে চ্যাম্পিয়ন হন ।

পরে প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর উপস্থিত ছিলেন।

এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ