17 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা

বিএনএ, ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবক মারা যান। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা কাজ চলছে।মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে এক নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। সবার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি । তাদের পরিচয় না পেলে আন্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

এদিকে হাসপাতাল মর্গের কর্মরত মর্গ সহকারি রামু দাস জানান, গত এক মাসে ট্রেন দুর্ঘটনায় পুলিশের মাধ্যমে একজন নারীসহ ৮ জনের মরদেহ পেয়েছি । তাদের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ