21 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সুদান থেকে দেশে ফিরেছেন আরও ৭২১ বাংলাদেশি

সুদান থেকে দেশে ফিরেছেন আরও ৭২১ বাংলাদেশি


বিএনএ, ঢাকা : সুদান থেকে আরও ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে থেকে আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।ইতোমধ্যেই তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে আরও ৭২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন।

সেহেলী সাবরীন বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ