17 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কুবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

কুবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

কুবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রেণি প্রতিনিধিদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দুইদিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ও বুধবার (১৭ মে) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ছয়টি অনুষদে মোট ১৯টি বিভাগের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন আগামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার আয়োজন আগ্রহ প্রকাশ করলে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমানকে নিয়ে জব ফেয়ার আয়োজন কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে। এছাড়া শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে।

বিএনএনিউজ/হাবিবুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ