26 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা : হুইপ স্বপন

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা : হুইপ স্বপন


বিএনএ, রাঙামাটি : জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, পাহাড়ে বারবার আলোচনা করে শান্তি প্রতিষ্ঠা করছেন জননেত্রী শেখ হাসিনা। ফলে পাহাড়ে আজ রক্তপাত বন্ধ হয়েছে, আলো জ্বলছে। এই ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে পরাস্ত করে পৃথিবীর এমন কোন শক্তি নেই।

বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগের আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পৃথিবীতে এমন রাষ্ট্রনায়ক কম আছেন যিনি ঘোষণা দিতে পেরেছেন, ‘যারা সেংশন দিবে, তাদের থেকে আমরা কিছু কিনবো না’। আমি অবাক হয়েছি, এই আমি কাকে দেখছি, বঙ্গবন্ধুকে নাকি তাঁর কন্যা শেখ হাসিনাকে। এমন সাহসী বক্তব্য কোন দেশের রাষ্ট্রনায়কের মুখে শোনা যাবে?

পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে সীমান্ত সড়ক হচ্ছে। যেখানে বসত থাকবে, সেখানে রাস্তা হবে। সীমান্ত সড়কের কাজ শেষ হলে পাহাড়ের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হবে।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ আগে জেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ নেতার দল নয়; কর্মীর দল। আওয়ামীলীগ টিকে রয়েছে কর্মীদের আন্তরিকতার কারণে। অতীতের কোনও সরকার পাহাড়ের উন্নয়নে আন্তরিক ছিল না। একমাত্র শেখ হাসিনা সরকারই পাহাড়ের উন্নয়নে কাজ করেছেন। তিনি আন্তরিক বলে পাহাড়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, কার্লভার্ট, ব্রীজ নির্মাণ হচ্ছে এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ও প্রচার সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, অংসুই প্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দৌহা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ রহমান, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব, কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, মৎস্যলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ