22 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় গৃহকর্মী হত্যার ঘটনায় মামলা

চকরিয়ায় গৃহকর্মী হত্যার ঘটনায় মামলা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার চকরিয়ায় গৃহকর্মী হত্যার দায়ে স্বামী স্ত্রীসহ চার জনের  চকরিয়া থানায় মামলা করেছেন কিশোরীর পিতা। চকরিয়া কাকরা  ইউনিয়নের হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে মহেশখালীর মিফতাহ মণি (১১) নামের এক শিশু গৃহকর্মীর হত্যার ঘটনায় ওই কিশোরীর পিতা ছৈয়দ নূর বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, মোঃ ইসহাকের ছেলে  কামাল হারুন (৪০)  তার স্ত্রী সোমা আক্তার (৩২) এর নাম উল্লেখ করে এবং দুইজনের নাম অজ্ঞাত রেখে হত্যা মামলা দায়ের করা হয়।

বুধবার (১৭ মে) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ মে মিফতাহ মণি নামের ওই গৃহকর্মী চকরিয়া কাকারার হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে হত্যার শিকার হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে তার মরদেহ রাখা হয় ফ্রিজে। কিশোরীর পরিবারকে জানানো হয় ডায়রিয়ার কারণে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারে জানাজানি হলে, মহেশখালীতে তার মরদেহ এনে এম্বুল্যান্সে রেখে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সোমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন মিফতাহ’র পরিবার। এসময় তারা ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তী তার মরদেহ ফ্রিজে রাখার আলামত পাওয়া যায়।

নিহত ওই কিশোরীর বাড়ি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায়। দেড় বছর  আগে মহেশখালীর গোরকঘাটার সিকদার পাড়ার বাসিন্দা রশিদ বহদ্দারের মাধ্যমে ওই কিশোরীকে গৃহকর্মীর কাজে নিয়ে যায় হারুন ও তার স্ত্রী সোমা।

ধারণা করা হচ্ছে শারিরীক নির্যাতন  করে এই শিশু গৃহকর্মীকে হত্যা করে ফ্রিজে রাখা হয়েছিল।

তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ