29 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবারকে অর্থ সাহায্য দিলো ঢামেক

করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবারকে অর্থ সাহায্য দিলো ঢামেক

করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবারকে অর্থ সাহায্য দিলো ঢামেক

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া দুজন পরিবারের সদস্যকে আর্থিক ক্ষতিপূরন দিলেন ঢামেক হাসপাতালের কতৃপক্ষ। মঙ্গলবার (১৮ মে) বিকালে ঢামেকে পরিচালকের কক্ষে মৃতের স্বজনদের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনাকালিন সময়ে রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে মারা যান প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও চতুর্থ শ্রেনীর কর্মচারী বেদের আলী।

তিনি বলেন, আমাদের হাসপাতালে এই দুজন প্রথম করোনাক্রান্ত হয়ে মারা যান। আজ তাদের দুজনের পরিবারকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপুরন দেওয়া হয়। রাশেদুল ইসলামের স্ত্রী আরজিনা খুতন পেয়েছেন ৩৭লক্ষ৫০হাজার টাকা। এবং বেদের আলীর স্ত্রী খাদিজা বেগম পেয়েছেন ২৫লক্ষ টাকা।

পরিচালক মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী করোনা শুরু থেকেই আমাদের পাশে আছেন। সার্বক্ষন খোজ খবর নিয়েছেন। এখনোও নিচ্ছেন। আমাদের হাসপতালে এই দুইজন ছাড়াও অনেকেই মারা গেছেন। আশা করি পর্যায়ক্রমে তাদেরকেও এই আর্থিক ক্ষতিপূরন দেওয়া হবে।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ