29 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » নেপালে রপ্তানি হলো ২৭৩ মেট্রিক টন আলু

নেপালে রপ্তানি হলো ২৭৩ মেট্রিক টন আলু


বিএনএ, পঞ্চগড় : বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার এ আলু পাঠানো হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি হয়ে কয়েকটি ট্রাকে মোট ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রফতানি হয়। এ নিয়ে মোট ৪৪৯৪ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হলো।

প্রসঙ্গত, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভালো মানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে রফতানি করা হচ্ছে। থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ— এই রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রপ্তানি করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ