।। বাচ্চু বড়ুয়া ।।
বিএনএ, চট্টগ্রাম: বাঙ্গিতে স্বাবলম্বী ফটিকছড়ির বেলাল। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকায় বাঙ্গি চাষে বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক বেলাল।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বাঙ্গি উত্তোলন করতে গিয়ে তিনি বিএনএনিউজের প্রতিবেদককে বলেন, ২ হাজার ৫ শত টাকা ব্যয় করেছি। আশাকরি প্রায় ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। কারণ, এবার আমার ক্ষেতে ফলন ভালো হয়েছে। প্রতিবছরের মতো এবারও ফলন বেশি হওয়ার কারণে নিজের কাছে খুবই খুশি লাগছে।
একেকটা করে বাঙ্গি এক জায়গায় স্তুপ করে ভার করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটির দাম ১ শত থেকে ৩ শত টাকা দরে বিক্রি হচ্ছে। অনেককে আবার বাগান থেকে সরাসরি ক্রয় করতে দেখা গেছে।
বাঙ্গি ক্রয় করতে আসা গৃহিণী সুমি বলেন, বাজারের চেয়ে এখানে একটু কম দাম বলে সরাসরি ক্ষেত থেকে ক্রয় করছি।
এলাকাবাসী জানান, এসব বাঙ্গি খুবই সুস্বাদু এবং রসালো। প্রতিবছরই চাষ করা হয়। আমরা ফটিকছড়িবাসী খুবই মজা করে খাই, তাছাড়া একেকটা বাঙ্গি বিশাল আকৃতির।
ফটিকছড়ির এক কৃষি কর্মকতা বলেন, বেলালের মত সব কৃষক এগিয়ে আসলে ফলন আরও বৃদ্ধি পাবে এবং সরকারিভাবে অনেকে সহায়তা পাবে।
বিএনএনিউজ/ বিএম/হাসনা