বিএনএ, ঢাকা: পবিত্র ঈদুর ফিতর উদযাপনে ঢাকার বাইরে যাওয়ার আগে দামি জিনিসপত্র ও স্বর্ণালংকার আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পরামর্শ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের সময় রাজধানীর অনেকেই গ্রামের বাড়িতে চলে যান ঈদ উদযাপন করতে। এ সময় রাজধানী অনেকটা ফাঁকা হয়ে পড়ে। ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের ফাঁকা বাসায় চুরির আশঙ্কাও বেড়ে যায়। তাই ঢাকা ত্যাগ করার আগে স্বর্ণালংকার আত্মীয়-স্বজনের কাছে রেখে গেলে দুর্ঘটনার আশঙ্কা কমবে বলে মন্তব্য করেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, ‘১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকবে। এ সময়ে মলম পার্টি, অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। তাই তালিকা ধরে এসব অপরাধীকে ধরার নির্দেশ দেন শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধীদের গ্রেপ্তার করে অপরাধ প্রতিরোধ করতে হবে। তাই অপরাধ প্রতিরোধে সামনের দিনে ডিএমপির সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেন তিনি।
‘ঈদের সময় রাজধানীতে যানবাহনের চাপ বেড়ে যায়। এ জন্য প্রয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ মুখগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন শফিকুল ইসলাম।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য ডিএমপির ১০ বিভাগ ও ৫০ জন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।
বিএনএ/ এ আর