22 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ভাড়ার তালিকা না টানানোয় ৮ পরিবহনকে জরিমানা

ভাড়ার তালিকা না টানানোয় ৮ পরিবহনকে জরিমানা

ভাড়ার তালিকা না টানানোয় ৮ পরিবহনকে জরিমানা

বিএনএ, ঢাকা: বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার তালিকা কাউন্টারে না টানানোয় রাজধানীর ৮ বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) গাবতলি ও কল্যাণপুরের অভিযানে তাদের জরিমানা করা হয়। অভিযানে প্রতিটি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ার বলেন, কল্যাণপুরে শ্যামলী, হানিফ, মানিক, নাবিল, চাঁপাই, গ্রামীণ পরিবহনের কাউন্টারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কেউ ভাড়ার তালিকা দেখাতে পারেননি।

বাস কাউন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
বাস কাউন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

এরপর গাবতলী বাস টার্মিনালে অভিযানে ঈগল ও সোহাগ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধেও ভাড়ার তালিকা না টানানোর অভিযোগ।

মনজুর শাহরিয়ার বলেন, ঈদের সময় যাত্রীদের কাছ থেকে নানান কৌশলে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারা করে পরিবহনগুলো। বাড়তি টাকা না দিলে নানা ভাবে হয়রানি করারও অভিযোগ পাওয়া যায়।

এবারের ঈদে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারেন সে কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভোক্তা-অধিকার অধিদপ্তর এবার বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে অভিযান পরিচালনা করবে। এছাড়া এবার বিমানবন্দরেও অভিযান পরিচালনা করার হবে বলেন জানান মনজুর শাহরিয়ার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ