31 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চুরি যাওয়া ৩২ মোবাইল উদ্ধার পুলিশের

চুরি যাওয়া ৩২ মোবাইল উদ্ধার পুলিশের

চুরি যাওয়া ৩২ মোবাইল উদ্ধার পুলিশের

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে চুরি বা হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল ফোন উদ্ধার করেছে রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। সোমবার(১৮ মার্চ) রাঙামাটি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, রাঙামাটির বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল ফোন জিডি অনুযায়ি তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। পরে প্রকৃত মালিকদের কাছে এসব ফোন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ হস্তান্তর করেন।

তথ্য মতে, ফেব্রুয়ারি মাসের ৩২ টিসহ সর্বমোট দুইশত চুয়াত্তরটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে মালিকরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মাসুদ রানাসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাইমুল ইসলাম ছোটন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ