চট্টগ্রাম: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস। বাংলাদেশ-শ্রীলঙ্কা(
) ৩ম্যাচের ওয়ান ডে সিরিজের আগের দুই খেলায় দুই দলই একটি করে ম্যাচে জিতেছে। ফলে অলিখিত ফাইনাল আজ(সোমবার ১৮ মার্চ ২০২৪)। সকাল ১০টায় খেলাটি শুরু হয়েছে।তাসকিন পেল দুই উইকেট
প্রথম ১৫ রান তুলতে (৪.৪ ওভারে) দুই উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে শ্রীলঙ্কা।বাংলাদেশের তাসকিন আহমেদ প্রথম ২ ওভার খেলে মাত্র ৬রান দিয়ে দুই উইকেট( পাতুম নিসাঙ্কা এবং আভিষ্কা ফার্নান্দো) তুলে নেন।
বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে রয়েছে তিন পরিবর্তন। তানজিম হাসান সাকিব এর পরিবর্তে মোস্তাফিজুর রহমান, লিটন দাস এর স্থলে এনামুল হক বিজয়, আর স্পিনার তাইজুল ইসলাম এর জায়গায় খেলতে নেমেছেন স্পিনার রিশাদ হোসেন।
সফরকারী লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।
বিএনএ,এসজিএন