17 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এসএম মানবিক ফাউন্ডেশন

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এসএম মানবিক ফাউন্ডেশন

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এসএম মানবিক ফাউন্ডেশন

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মানবিক ও সামাজিক সংগঠন এস.এম মানবিক ফাউন্ডেশন। শনিবার (১৮ মার্চ) বিকাল ৪টায় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আবদু ছবুর কোম্পানি বলেন, অগ্নিকাণ্ডে আপনাদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবদু ছবুর কোম্পানি, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক নুরুল কবির, মোহাম্মদ নুর, হোসাইন মাসুদ, আবদুল করিম, মোঃ শহিদ, মোঃ সিরাজ প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ