বিএনএ: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে খাদ্যপণ্যের মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে ডালপট্টি এলাকায় নাজমা ফ্লাইওয়ার মিলের মালিকানাধীন মার্কেটটিতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটটি দ্বিতল বিশিষ্ট, উপর তলা পরিত্যক্ত থাকলেও নিচ তলায় রয়েছে ৭টি পাইকারী খাদ্যপণ্যের দোকান। সকালে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে ধসে পড়ে ৩টি দোকানের ছাদ। আগুন ধরে যায় সাথে সাথেই।
এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আওলাদ হোসেন নামে এক শ্রমিক। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের ফলে এ বিস্ফোরণ ঘটতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বিএনএনিউজ/এ আর