18 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ক্ষোভ ঝাড়লেন সামান্থা প্রভু

ক্ষোভ ঝাড়লেন সামান্থা প্রভু

সামান্থা

বিএনএ বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন সামান্থা রুথ প্রভু। পুস্পা ছবির আইটেম গানের সুবাদে খুলেছে ভাগ্য। সমানে ডাক পাচ্ছেন বড় সব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক সামান্থার পোশাক নিয়ে কটাক্ষ করছেন ভক্তরা। মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে পরে যাওয়া পোশাক নিয়ে নেটিজেনে কটু মন্তব্য আসতে থাকে।

সেই প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রাম স্টোরিতে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন প্রভু। সেখানে তিনি লিখেছেন, চারপাশে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আমরা নারীকে বিচার করি তার পোশাক, জাত, শিক্ষা, সামাজিক অবস্থান, চেহারা, ত্বকের রঙ এবং এ রকম আরও অনেক বিষয় দিয়ে। একজনের পোশাক দেখে তাকে বিচার করা খুব সহজ কাজ।

এই অভিনেত্রী আরও লিখেন, শুধু পোশাকই নয়, পোশাকের নানা অংশ নিয়েও মানুষ নারীকে বিচার করে। এসব বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ২০২২ সালে বাস করছি। আমরা কি শেষমেশ একজন নারীকে তার পোশাকের হেমলাইন ও নেকলাইন দিয়ে বিচার করা বন্ধ করতে পারি?

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ