15 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭

করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৭

করোনা ভাইরাস

বিএনএ, ঢাকা : সারা দেশে  করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ১৮৭ জন। গত ৯ ডিসেম্বরের পর একদিনে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়াল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ