14 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নারী বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

নারী বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

টানা তিন হারে নারী বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

বিএনএ: শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের কাছেও ধরাশায়ী বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে জ্যোতিরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপ টাউনে ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয়।

টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অজিরা ৮ উইকেটে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ফলে বাংলাদেশের মেয়েদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা-মরার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই পথ হারায় বাংলাদেশ। শামীমা ১১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পর পর বিদায় নে সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি। মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। হান্নাহ রো ও ইডেন কার্সনদের বোলিং তোপে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে। ৭১ রানের বড় জয়ে লড়াইয়ে টিকে থাকে কিউইরা। বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

নিউজিল্যান্ড নারী দল
নিউজিল্যান্ড নারী দল

এর আগে সুজি বেটস, ম্যাডি গ্রিন ও বার্নাদিন বেজুইদেনাট কিউই নারীদের বড় সংগ্রহ এনে দেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য করে খেলে কিউইরা। মাত্র ৮.৪ ওভারেই ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে ৭৭ রান। ২৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে স্টাম্পিং হন বার্নাদিন বেজুইদেনাট। এরপর অ্যামেলিয়া কের (১৬) ও সোফি ডিভাইনকে (০) পর পর ফিরিয়ে কিছু সময়ের জন্য ফাহিমা খাতুন টাইগ্রেসদের লড়াইয়ে ফেরান।

কিন্তু ওপেনার সুজি বেটস দলের রানা সচল রাখেন। চতুর্থ উইকেটে এসে ম্যাডি গ্রিন ঝড় তোলেন ঝড়। মাত্র ৭ ওভারে এ দুই ব্যাটার দলকে এনে দেন ৮২ রান। বেটস ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৮১ রানে এবং গ্রিন ২০ বলে ৭ চারের মারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান।

বাংলাদেশের পক্ষে ৩৬ রানে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। স্বর্ণা আক্তার শিকার করেন এক উইকেট।

বিএনএনিউজ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ