20 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস চাপায় ত্রিপুরা নারী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন। বুধবার(১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার দিবাগত রাত ১টার দিকে রাস্তায় কাজ করার সময় মা্ইক্রোবাসের ধাক্কায় আহত হন নবী হোসেন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে। তিনি বেইলি রোডের ছয়তলা কোয়ার্টারে থাকতেন।
নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করে আসছিলেন নবী।
বুধবার দিবাগত রাতে তিনিসহ দু’জন কর্মী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস নবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

বিএনএ/ আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ