27 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা

পশ্চিমবঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা

পশ্চিমবঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা

বিএনএ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটন ঘটেছে।বুধবার(১৭ ফেব্রুয়ারী) রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

পুলিশ জানায়, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন রাতে কলকাতার উদ্দেশে রওনা দিতে নিমতিতা স্টেশনে যান । গাড়ি থেকে নেমে স্টেশনে যাওয়ার সময় হঠাৎ তাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়ে জাকির লুটিয়ে পড়েন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে ।আহত অবস্থায় জাকির হোসেনকে প্রথমে জঙ্গিপুর এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের প্রতিমন্ত্রীর ওপর পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ