19 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ায় হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থীকে অপহরণ


বিএনএ ডেস্ক:নাইজেরিয়ার একটি হোস্টেল থেকে শতাধিক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীদের সঙ্গে স্থানীয় অপরাধী চক্র এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

এক কর্মকর্তা ও এক নিরাপত্তা সূত্র বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে নাইজার রাজ্যের কাগারা শহরে হামলাকারীরা সামরিক পোশাক পরে সরকারি বিজ্ঞান কলেজে ঢুকে পড়ে। সংখ্যায় তারা ছিল অনেক। শিক্ষার্থীদের তারা কাছাকাছি এলাকার একটি জঙ্গলে নিয়ে যায়। অপহরণের সময় এ শিক্ষার্থী মারা গেছে।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় ‘ব্যান্ডিটস’ নামে পরিচিত অপরাধী চক্র অপহরণ, ধর্ষণ ও লুটপাটের সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘গত রাতে ব্যান্ডিটসরা কাগারার জিএসসিতে গিয়েছিল এবং শতাধিক শিক্ষক ও তাদের শিক্ষককে অপহরণ করেছে। অপহৃত এক কর্মকর্তা ও কয়েক জন শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অপহরণ চলাকালে এক শিক্ষার্থী গুলিতে নিহত হয়েছে।’

এএফপি জানিয়েছে, স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী ছিল। এদের মধ্যে কয় জন অপহরণের শিকার হয়েছে তা স্পষ্ট নয়।

Loading


শিরোনাম বিএনএ