বিএনএ, চট্টগ্রাম : বিয়ে আপনার, খরচ আমাদের’ স্লোগানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম পর্যায়ে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে একই দিনে আট নব দম্পতির বিয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় ব্যাতিক্রমধর্মী এ বিয়ের আয়োজন।
আয়োজক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দেশের সব জেলাসহ ভারত, ইউএইএ, সৌদি আরব, ইউকে মিলে বিভিন্ন দেশ থেকে মিলে মোট আবেদনকারী ছিলেন ৫৯৫টি দম্পতি। যারা সবাই যৌতুক না নেয়া ও মোহরানা আদায় করার বিষয়ে দৃঢ় সম্মতি জানিয়েছেন।
আজ প্রথম পর্যায়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এরপর বাকী আরো ২৪ জন বর-কনের বিয়ে সম্পন্ন হবে ২য় পর্যায়ে। দেশের আরেকটি বিভাগে, এই জানুয়ারিতেই।
শুধুমাত্র যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করে বিয়ের শর্তে বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হয়েছে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হচ্ছে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও।।
সুন্নাহ অনুযায়ী চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন অভিনব এই বিয়ের আয়োজনে সর্বনিম্ন ৫০০০ থেকে সর্বোচ্চ ৩ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহর নগদ প্রদানের মধ্যে দিয়ে ঐ ৮ নব দম্পতির বিবাহ সম্পন্ন হয়।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী