বিএনএ ডেস্ক :রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসায় পুষ্পিতা(২১)নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, নিহত পুষ্পিতা ঢাকা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।গত রাতে সাড়ে ১২টা দিকে হাজারীবাগের রোড ৭/এ বাসা৯১/কে মহিলা হোস্টেলের একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল।পরে অন্য ছাত্রীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিএনএ/ ওজি