25 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন

ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন


বিএনএ বিশ্বডেস্ক : ইসরায়েলের সরকার  হামাসের সঙ্গে করা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার কট্টর-ডানপন্থি দুই সদস্য অবশ্য চুক্তিটির বিপক্ষে ভোট দেন। রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে

বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এ যুদ্ধবিরতি চুক্তিতে তাদের সায় জানায়।

চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের প্রথম ধাপেই হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, তার বিনিময়ে ইসরায়েলও তাদের জেলে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে।

এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাও ছাড়তে হবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। এই সময়ে প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় ঢোকারও সুযোগ দেবে তেল আবিব।

চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে প্রথম ধাপের ১৬তম দিনে। তৃতীয় ও শেষ ধাপে হবে গাজার পুনর্গঠন, যা শেষ হতে লাগবে কয়েক বছর।

চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, প্রথম ধাপে যে জিম্মিরা মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে বেসামরিক নারী, শিশু, নারী সেনা, বয়স্ক ব্যক্তি, অসুস্থ ও আঘাতপ্রাপ্ত বেসামরিকরা রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় এক হাজার ২০০ নিহত ও ২৫১ জনকে জিম্মি করার প্রত্যুত্তরে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে নিশ্চিহ্নে সামরিক অভিযানে নামে।

এরপর ১৫ মাসের অবিরাম যুদ্ধ গাজার প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ