বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের ষোলশহর রেলস্টেশন ও এশিয়ান হাইওয়ের মধ্যবর্তী স্থানে হেলে পড়েছে ফেরদৌস প্লাজা নামে একটি পুরাতন ৪তলা ভবন। বুধবার(১৮জানুয়ারি) সকালে ভবনের নিচতলার দোকানপাট খুলতে গিয়ে ব্যবসায়িরা ভবন হেলে পড়ার বিষয়টি দেখতে পান। ষোলশহর থেকে মুরাদপুরের দিকে বয়ে যাওয়া চশমা খালের সঙ্গে ভবনটি লাগোয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আশঙ্কায় দোকানগুলো হতে মালামাল ও আসবাবপত্র সরিয়ে নেয়া হয়েছে। ভবনটির বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে।
নিচতলার দোকানের ভেতরে বড় বড় ফাটল দেখা যাচ্ছে। ৪তলা হলেও পুরাতন ভবনটির উপরের তলাগুলোতে কোন ভাড়াটিয়া ছিল না। অনেকদিন ধরে খালি রয়েছে।
বিএনএনিউজ২৪,এসজিএন