15 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে হযরতপুর সেতুর কাছ থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে নায়িকা সাদিয়া মির্জা বলেন, কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রোববার সকাল ১০টা থেকে সোমবার পর্যন্ত নিখোঁজ ছিলেন।

রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা ছিলেন অভিনেত্রী শিমু। রাইমা ইসলাম শিমু ২০২০ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ১৮ থেকে ২২টি সিনেমায় অভিনয় করেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ