22 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি-এইচএসসির ক্লাস

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি-এইচএসসির ক্লাস

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি-এইচএসসির ক্লাস

বিএনএ, ঢাকা : মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ১০ মাস শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস। সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে অন্তত তিন মাস ক্লাস নিয়ে পরীক্ষা নেয়া হবে জানা গেছে।

এরই মধ্যে এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজও শেষ করেছে। শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি ও ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে নেয়ার জন্য এনসিটিবি যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে তা মঙ্গলবার বোর্ডে আসবে। এরপরই সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা চলে যাবে এবং ১ ফেব্রুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে।

এনসিটিবির (ঊর্ধ্বতন বিশেষজ্ঞ) সৈয়দ মাহফুজ আলী বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রতিটি বিষয়ের সিলেবাস থেকে ২০ থেকে ৩০ শতাংশ কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। যেসব বিষয়গুলো না শিখলেই নয় সেগুলো সিলেবাসে রাখা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ