17 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » তারেক সোলেমান সেলিম আর নেই

তারেক সোলেমান সেলিম আর নেই

তারেক সোলেমান সেলিম আর নেই

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকার ডেলটা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ বোখারী আজম বলেন, বিদেশে থেকে ফিরিয়ে এনে ঢাকার ওই হাসপাতালে তারেক সোলেমান সেলিমের চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলো না। মরদেহ চট্টগ্রামে নিয়ে আসার প্রস্তুতি চলছে। মঙলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ফেসবুক স্ট্যাটাসে বলেন, ৯০/৯৬ আর ২০০১ হতে ২০০৮ এর আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের অকুতোভয় সৈনিক,৩১নং আলকরণ ওয়ার্ডের ৪বারের সফল কাউন্সিলর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারের সাথে পরাজিত হয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। তার এই মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত মুজিব প্রেমী।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পাক সেলিম কে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

তার বাবা ছিল চট্টগ্রাম মহানগরের আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল তারেক সোলেমান সেলিম।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ