24 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।  সোমবার(১৮ জানুয়ারী)  সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হচ্ছে  আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম গণমাধ্যমকে জানান,  মোটরসাইকেলে করে যাওয়ার সময়  বিমানবন্দরের পদ্মা অয়েল গেটের পাশে দুইজনকে আজমেরি পরিবহনের একটি বাস  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।  বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

নিহত আকাশের ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, আকাশ বারিধারা ডিওএইচএস এ,সি,ই কনসাল লি:
ডেভলপমেন্ট কোম্পানীতে অফিসার পদে চাকুরী করেন ও তার স্ত্রী মায়া বিমানবন্দরে অবস্থিত হোটেল লেট ক্যাসেল চাকরী করেন। সকালে মোল্লারটেকের বাসা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত আকাশ ফরিদপুর সদর উপজেলার ধুলদি গ্রামের জাফর শেখের ছেলে।বর্তমানে দক্ষিনখান মোল্লারটেক উদয়ন স্কুলের পাশে তেতুল তলা পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে আকাশ ছিল ছোট।আফরান নামের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে ওই দম্পতির।

 

 

বিএনএ/ এসকে, ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ