28 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান

মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান

মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান

বিএনএ,ডেস্ক: ইরান সিস্তান বালুচিস্তান প্রদেশ এর বিচার বিভাগ ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ এর একজন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাদেশিক বিচার বিভাগের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি এই গুপ্তচরের সঙ্গে  ইসরায়েলের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা মোসাদকে সরবরাহ করে আসছিল।

তদন্ত রিপোর্টে আরো বলা হয়েছে,এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা মোসাদের একজন কর্মকর্তার কাছে সরাসরি দিয়েছে।ইরানের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য এসব তথ্য মোসাদকে দেয়া হয়েছে ।

আদালতে পুঙ্খানুপুঙ্খ  শুনানি এবং বিচার কাজ শেষে এই গুপ্তচর এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। প্রথম রায়ের পর মোসাদের এজেন্ট সুপ্রিম কোর্টে আপিল করে এবং সেখানে প্রয়োজনীয় শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে রায় বহাল রাখা হয় ।এরপর জাহেদানের কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ