24 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ১১৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

১১৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটি ভালই কাটল  দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে।  এই সেশনে ৩০ ওভার ব্যাট করে ৭৭ রান তুলেছেন শান্ত ও জাকির। ৫১৩ রানের টার্গেটে ৪২ ওভারে বিনা উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচ জিততে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩৯৪ রান করতে হবে বাংলাদেশকে।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিলো বাংলাদেশ। শান্ত ২৫ ও জাকির ১৭ রানে অপরাজিত ছিলেন।। চতুর্থ দিনের চতুর্থ ওভারেই দলের রান পঞ্চাশ পূর্ণ করেন শান্ত-জাকির।

প্রথম সেশন শেষে শান্ত ১৪৩ বলে ৬৪ ও জাকির ১০৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।

ইনিংসের ৩১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন শান্ত। এজন্য ১০৮ বল খেলেছেন তিনি। ৩৬তম ওভারে বাংলাদেশের রান ১শতে পৌঁছায়। ৪০তম ওভারে অভিষেক টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান জাকির। ১০১ বলে অর্ধশতক করেন জাকির।

এর আগে ম্যাচের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫০ রান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ