বিএনএ, ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মো. রাসেল জানান, আমার চাচা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চাচা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে আহতাবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালককে স্থানীয়রা আটক করে পুলিশে কাছে হস্তান্তর করেন।। সেখান থেকে আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেল আরও জানান, তিনি টঙ্গীর দত্তপাড়া গুদারাঘাট এলাকার থাকতেন। তার বাবা নাম মোসলেম হাওলাদার। এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল, ওজি